জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সিলেট যাচ্ছেন আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সোমবার (১৪ জানুয়ারি) সিলেট যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের বালাগঞ্জ যাত্রা করবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। দুপুরে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন তারা। বিকেলে তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
এই সফরের মাধ্যমে ঐক্যফ্রন্ট নেতারা তাদের তিন দফা কর্মসূচি শুরু করছেন। সফরকারী টিমে থাকছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।
গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, গণফোরামের দুই নেতা মোস্তফা মহসীন মন্টু ও সুব্রত চৌধুরী সিলেট যাবেন। বিকেলেই তাদের ফিরে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে বিকাল পৌনে ৪টার দিকে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হন।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৯)