ইরানে কার্গো বিমান বিধ্বস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : ইরানে বোয়িং ৭০৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১০ জন আরোহীসহ মালামাল ছিল। খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) তেহরানের পশ্চিমাঞ্চলীয় কারাজ বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে রানওয়ে থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের কাছে কারাজ বিমানবন্দরে ভুলবশত বিমানটি অবতরণ করান পাইলট। কিন্তু তেহরানের পশ্চিমে কারজ বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। এর আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অবতরণের জন্য নিচে নামার সময় প্লেনটি বিধ্বস্ত হয়ে যায়।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৯)