রংপুরে শিশু ধর্ষণের শিকার, আটক ১
রংপুর প্রতিনিধি: জেলার পীরগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৭) ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি দুঃখু মিঞা পলাতক থাকায় তার ভাইকে আটক করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহ আলম জানান, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ফতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে দুখু মিয়া খাবারের প্রলোভন দেখিয়ে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় মেট্রপলিটন মাহিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছে নির্যাতিত শিশুটির পরিবার। মামলার এজাহারভুক্ত আসামি দুঃখু পলাতক থাকায় তার ভাইকে আটক করা হয়েছে বলেও জানান তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৪, ২০১৯)