ইরানে উড়োজাহাজ দুর্ঘটনা; নিহত ১৫
দ্য রিপোর্ট ডেস্ক: ইরানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭০৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ কথা জানা গেছে।
সোমবার রাজধানী তেহরানের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।
ইরানি সংবাদমাধ্যম ফার্জ নিউজ এজেন্সি ও দেশটির সেনা সূত্র এ কথা জানিয়েছে।
নিউজ এজেন্সি বলছে, তেহরানের পশ্চিমে ফাথ বিমানবন্দরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির। অবতরণের জন্য নিচে নামার সময় সেটি বিধ্বস্ত হয়।
সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিপেন্ডেন্ট
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৪, ২০১৯)