ভিকারুননিসার দুই বরখাস্ত শিক্ষক জামিন পেলেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রতিষ্ঠানটির দুই সাময়িক বরখাস্ত শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশি প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরার জামিন মঞ্জুর করেন। খবর ইউএনবির
পালাতক থাকা এ দুই শিক্ষক সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
এর আগে ডিসেম্বরে মামলায় ভিকারুননিসার আরেক অভিযুক্ত শিক্ষক হাসনা হেনাকে জামিন দেয় আদালত।
পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষকদের তিরস্কারের শিকার হয়ে গত ৩ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী তাদের রাজধানীর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করে।
এ ঘটনায় অরিত্রীর বাবা দিলিপ অধিকারী স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। সেই সাথে ঘটনার জেরে স্কুলের ভেতরে ও বাইরে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং এর বিচার দাবি করে শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান।
পরে ভিকারুননিসার পরিচালনা পর্ষদ আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা ও অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে সাময়িক বরখাস্ত করে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৪, ২০১৯)