দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন করে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার তার আগের পাঁচজন উপদেষ্টাকে নতুন করে নিয়োগ দিয়েছেন।

সোমবার (১৪ জানুয়ারি) এই নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন এইচ টি ইমাম (রাজনৈতিক বিষয়ক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. গওহর রিজভী (বৈদেশিক সম্পর্ক বিষয়ক), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক)।

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তারা মন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৪, ২০১৮)