বরগুনা প্রতিনিধি : চার শ্রমিককে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দিয়ে মুন্সীগঞ্জ থেকে সিমেন্টবোঝাই ট্রলার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। শুক্রবার রাত ১২টার দিকে র‌্যাব-৮ সদস্যরা বরগুনার পচাকোড়ালিয়া থেকে ট্রলারসহ তিনজনকে আটক করেছে।

ডাকাতির অভিযোগে মহিউদ্দিন পাটোয়ারী, জয়নাল পাটোয়ারী ও শাহিন পাটোয়ারীকে আটক করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন হাসিবুল হক এ অভিযান পরিচালনা করেন।

মুন্সীগঞ্জের ট্রলার মালিক নজরুল ইসলাম জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যায় তার মালিকানাধীন সাইমা পরিবহনে মোক্তারপুর থেকে ১ হাজার ৬৩২ বস্তা সিমেন্ট নিয়ে তার ভাগ্নে নূরুল ইসলাম, শ্রমিক মহিউদ্দিন, জাকির হোসেন ও আসাদ ভৈরবে রওনা হয়।

পথের মধ্যে ডাকাতরা ট্রলারের চারজনকে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট নিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে মহিউদ্দিনের মৃতদেহ বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন হাসিবুল হক জানান, তারা আটকদের জিজ্ঞাসাবাদ করছেন।

(দিরিপোর্ট/এমএইচকে/এমসি/এএস/নভেম্বর ০৯, ২০১৩)