চট্টগ্রামে বিআরটিসির ব্যবস্থাপককে প্রত্যাহারের নির্দেশ
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : বিআরটিসি’র চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মো. কামরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
নগরীর বালুছড়া এলাকায় শনিবার দুপুর ১টার দিকে বিআরটিসি’র ডিপো পরিদর্শনে গিয়ে তাকে কর্মস্থলে না পেয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ আদেশ দেন।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘পরিদর্শনে আসার আগে আমি কামরুজ্জামানের সঙ্গে কথা বলি। তিনি অফিসে আছেন, বলে আমাকে জানান। আমি তাকে অফিসে পাইনি। এ সময় অন্য কর্মকর্তারা জানান, তিনি ছুটিতে আছেন।’
যোগাযোগমন্ত্রী বিআরটিসি’র চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, কামরুজ্জামানের ছুটিতে যাওয়ার বিষয়ে চেয়ারম্যান অবগত নন। দায়িত্বে অবহেলার অভিযোগে যোগাযোগমন্ত্রী কামরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেন।
এদিকে বিআরটিসি পরিদর্শনের পর যোগাযোগমন্ত্রী নগরীর ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় অক্সিজেন-হাটহাজারী সড়কের বিটুমিন কাজের উদ্বোধন করেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/এসবি/এনআই/মার্চ ০৮, ২০১৪)