প্রধানমন্ত্রীর নামে গুজব-প্রতারণার দায়ে আটক ৫
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে র্যাব-২ ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৭, ২০১৯)