কলম্বিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ১০
দ্য রিপোর্ট ডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি পুলিশ একাডেমিতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন মারা গেছে। আহত হয়েছে অর্ধ-শতাধিক। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন ইকুয়েডরের নারীও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছে ৮৭ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের দুইজন পানামার নাগরিকও রয়েছে।
কলম্বিয়ার ইতিহাসে বগত কয়েক বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটি সবচেয়ে বড় হামলা।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৮, ২০১৯)