সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরঞ্চলের সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুরে রেল স্টেশনের কাছে ফুলবাড়ী রেল গেইট এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস কোটচাঁদপুর স্টেশশের ৩শ’ মিটার আগে ফুলবাড়ি গেটের কাছে লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল কতৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, খুলনা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধর কাজ সম্পন্ন হতে ৫-৬ ঘণ্টা সময় লেগে যেতে পারে। ততক্ষণ খুলনার সঙ্গে ঢাকাসহ উত্তরবঙ্গের সকল প্রকার ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৮, ২০১৯)