১৮ ঘণ্টা পর খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) সকালে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়।
এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টা উদ্ধারকারী ট্রেন আসে। এর পর রেলওয়ের ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে বগি দুটি লাইনচ্যুত হয়।
কোটচাঁদপুর রেলস্টেশনের বুকিং অ্যাসিসটেন্ট তুহিন জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশনের সিগনালের কাছে আসামাত্র ইঞ্জিনসহ দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে লাইনের দুই স্থানে এবং সিগনালের ব্যাপক ক্ষতি হয়।
কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে আলমডাঙ্গা থেকে রুপসা ট্রেনের ইঞ্জিন এনে পেছন থেকে ট্রেনটি উথুলি স্টেশনে নেয়া হয়।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)