এ বিজয় জনগণের: প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিনেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ বিজয় আমার একার নয়, এ বিজয় বাংলাদেশের সব জনগণের।’
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব।’
এর আগে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয়। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমাবেশের আলোচনা পর্ব সঞ্চালন করছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৯)