খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে বাসায় গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বাসায় গিয়ে পিপলু ত্রিপুরা (৪১) নামে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক সাবেক ইউপিডিএফ কর্মী বলে জানা গেছে।
শনিবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় জেলার গাছবান এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা এ ঘটনার জন্য জেএসএসকে (এমএন লারমা) দায়ী করেছেন।
তিনি জানান,‘এটি নির্বাচন-পরবর্তী সহিংসতা। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা পিপলু ত্রিপুরার বাসায় গিয়ে তাকে গুলি করে হত্যা করে। নিহত পিপুল ত্রিপুরা প্রায় এক বছর আগে থেকেই ইউপিডিএফের দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন এবং তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।’
এদিকে জেএসএসের (এমএন লারমা) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো কিছু হলেই ওরা (ইউপিডিএফ) আমাদের ওপর দোষ চাপায়। রাজনৈতিক উদ্দেশে এখানে আমাদেরকে দায়ী করা হচ্ছে। আমাদের কোনো কর্মী এই ধরনের কাজে জড়িত নয়।’
খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, ‘পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৯)