চিলিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দ্য রিপোর্ট ডেস্ক : চিলির উত্তর-মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (১৯ জানুয়ারি) ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি কোকিম্বো থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
ভূমিকম্পের পর কয়েক হাজার ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, কোকিম্বো ও আতাকামা ছাড়াও সান্তিয়াগো, হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি চিলি। ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৯)