সিঙ্গাপুরে গেলেন এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন।
রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১২.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
তিনি জানান, জাপা চেয়ারম্যানের সঙ্গে প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, ছোট ভাই হুসেইন মোর্শেদ ও তার স্ত্রী রুকসানা খান মোর্শেদ সিঙ্গাপুর গেছেন।
সিঙ্গাপুর যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপার কেন্দ্রীয় নেতারা এরশাদকে বিদায় জানান।
দীর্ঘদিন ধরে এরশাদ নানা ধরনের রোগে ভুগছেন। সিঙ্গাপুর থেকে কবে দেশে ফিরবেন তা ঠিক হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২০, ২০১৯)