চিটাগংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট পর্ব শেষে আবারো ঢাকায় ফিরেছে বিপিএল। ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ঢাকা ডায়নামাইটস। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএলের চলতি আসরে এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল ঢাকা এবং চিটাগংই। দুই দলই হেরেছে মাত্র একটি করে ম্যাচ। ৬ ম্যাচ খেলে ৫টি জিতেছে সাকিবের ঢাকা, ৫ ম্যাচ খেলে ৪টি জয় রয়েছে মুশফিকের চিটাগংয়ের ঝুলিতে।
এবারের আসরে এবারই প্রথম মুখোমুখি হলো দুই দল। তাদের পরবর্তী লড়াই হবে চিটাগংয়ের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে চিটাগং।
নাজিবুল্লাহ জাদরানের বদলে একাদশে ফিরেছেন রবি ফ্রাইলিংক। আগের ম্যাচে ভাইরাল ফ্লু'র কারণে খেলতে পারেননি তিনি। অন্যদিকে একগাদা পরিবর্তন এসেছে ঢাকার একাদশে। দলে ফিরেছেন শুভাগত হোম এবং মোহর শেখ অন্তর। প্রথমবারের মতো খেলতে নেমেছেন হেইনো কুন।
ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনিল নারিন, দারউইশ রাসুলি, রনি তালুকদার, হেইনো কুন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মোহাম্মদ নাঈম শেখ, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।
চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিংক, দাশুন শানাকা, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২১, ২০১৯)