তানজানিয়ায় ২টি জাহাজে আগুন, নিহত ১১
দ্য রিপোর্ট ডেস্ক : তানজানিয়ায় মালবাহী দুইটি জাহাজে আগুন ধরে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রিমিয়ার নিকটবর্তী কেরচে এ ঘটনা ঘটে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস জানায়।
জানা যায়, জাহাজ দুটিতে ভারতীয় ও তুর্কি নাগরিকসহ মোট ৩১ জন সদস্য ছিল।
রাশিয়ার সামুদ্রিক সংস্থাটির মুখপাত্র অ্যালেক্সি ক্র্যাভচেনকো জানায়, এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানী তেল স্থানান্তর করার সময় দুইটি জাহাজে আগুন ধরে যায়। এসময় প্রাণ বাঁচাতে জাহাজ দুটিতে থাকা সদস্যরা পানিতে লাফিয়ে পড়ে। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ নিহত হন।
এদিকে উদ্ধারকর্মীরা জানায়, এখনও তিনজন পানিতে ভেসে রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বাকিদের সন্ধান চলছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)