প্রথম একনেক সভায় ৮ প্রকল্প অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন সরকারের একনেক বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি ২৩ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা সরকারের মূল লক্ষ্য। আর এ প্রকল্পগুলোর কাজের সঠিক মান নিশ্চিত করে দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রকল্প বাছাই ও বাস্তবায়নে আরও যত্নবান হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামের তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা যেন উন্নয়নের সুফল পায়, সেটি নিশ্চিত করার কথা বলেন। জনগণ যে গুরুদায়িত্ব বর্তমান সরকারকে দিয়েছে, সেই বিশ্বাসের সম্মান রাখতে হবে বলেও জানান শেখ হাসিনা।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)