সংরক্ষিত নারী আসনে নির্বাচন : তফসিল বাতিল চেয়ে রিট
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, সংবিধানের সপ্তদশ সংশোধনীও বাতিলের আবেদন করা হয়েছে রিটে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন তিনি নিজেই।
রিটে জাতীয় সংসদের স্পিকার, কেবিনেট সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট ৫ জনকে বিবাদী করা হয়েছে।
আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)