বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফকিরহাট থানা ও কাটাখালি হাইওয়ে থানা পুলিশ এবং বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)