দ্য রিপোর্ট ডেস্ক: সময়ের বিবর্তনের গল্প নিয়ে নির্মিত নাটকে অভিনয় করেছেন লাক্স তারকা মিম মানতাশা। নাটকের নাম 'রোদের ভিতর রাত'। এতে তার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। এই নাটকের মধ্য দিয়ে প্রথমবার জুটি হলেন তারা।

নাটকের গল্প লিখেছেন শিহাব মাসুম। চিত্রনাট্য করেছেন আবীর ফেরদৌস ও সহিদ উন নবী। পরিচালনা করেছেন সহিদ উন নবী। ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে।

এ নাটক প্রসঙ্গে অভিনেত্রী মিম মানতাশা বলেন, গল্পটা আমার কাছে ভালো লেগেছে। নির্মাতা অনেক অসাধারণভাবে গল্পটা বাস্তবসম্মত করে তুলে ধরেছেন। ইয়াশ রোহানের সঙ্গে কাজের রসায়নই ছিল অন্যরকম। সবমিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে।'

নির্মাতা সহিদ উন নবী বলেন, 'রোদের ভিতর রাত' নাটকটি কিছুটা প্যারানরমালভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। আশা করছি এটি সবার মন ভরাবে। ১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ওয়াসেক, শিল্পী সরকার অপু প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি শুক্রবার দুপুর ৩টায় এটি প্রচার হবে চ্যানেল আইয়ে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২২, ২০১৯)