দ্য রিপোর্ট প্রতিবেদক: আর্থিক লেনদেন, আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও দুর্নীতির অনুসন্ধানের তথ্য ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় কর্মরত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২২, ২০১৯)