নির্বাচন নিয়ে দেশবাসী ক্ষিপ্ত: ডা. জাফরুল্লাহ
দ্য রিপোর্ট প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের এখন একটি মাত্র পথ আছে। নির্বাচন নিয়ে দেশবাসী ক্ষিপ্ত হয়ে আছে, গত ৩০ ডিসেম্বর নির্বাচন এদেশে কি হয়েছে মানুষ সবকিছু বুঝতে পারছে। আসুন আমরা ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট ডাকাতি নিয়ে আধাবেলা শহীদ মিনারে অনশন করি। তাতে আমরা মাইর খাইতে পারি, তবে সব কিছুতে ভয় করা যাবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মৌলানা ভাসানী'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এতদিন রাজনৈতিক কর্মী গুম হত্যা, এবার গুম হয়ে গেছে গণতন্ত্র। দেশটাই গুম হয়ে গেছে। এবার আর কোনো কিছুই বাকি থাকল না।
তিন আরো বলেন, আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদ বসবে। আসুন সংসদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করি। কারণ বেগম খালেদা জিয়া তো বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করতে। তাই আসুন, এই ভোট ডাকাতির নির্বাচনের সংসদ অধিবেশনে বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করি।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হয়দার, ভাসানী অনুষারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২২, ২০১৯)