রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল : ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের টানা ৮৪ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় রাস্তা অবরোধের চেষ্টাসহ গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
শনিবার সকাল ১০টার দিকে উত্তর বাড্ডায় মিছিল বের করে শিবিরকর্মীরা। সেখানে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এ সময় ৪-৫টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।
বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে মগবাজার চৌরাস্তায় মিছিল করে জামায়াত কর্মীরা।
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সকাল সাড়ে ৮টায় মিছিল করে রাস্তা অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা।
সকাল ৯টায় রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগর (দক্ষিণ)।মিছিলটি শনিরআখড়া থেকে শুরু হয়ে যাত্রাবাড়ীতে গিয়ে শেষ হয়। সেখানেও রাস্তা অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।
হরতালের সমর্থনে রাজধানীর জজকোর্ট এলাকায় মিছিল করে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি মনিরুজ্জামান শাহিনের নেতৃত্বে একটি মিছিল জজকোর্টের সামনে থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার এলাকায় গিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে।
এছাড়া রাজধানীর আরো কয়েকটি স্থানে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
(দিরিপোর্ট২৪/কে/এমসি/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)