গাইবান্ধায় বাসচাপায় নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের সালামের ছেলে ও আজাহার আলী একই গ্রামের জয়নালের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন। পরে পুলিশ ও গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)