দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলমারদের উপর হামলার পরিকল্পনা করায় উগ্রপন্থী ৪ জনকে আটক করা হয়েছে।

নিউইয়র্কের বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাসকারী ইসলামবার্গ নামে মোসলিম অধ্যুষিত এলাকায় তারা ওই হামলার পরিকল্পনা করেছেল। খবর এবিসির।

নিউইয়র্কে গ্রিস শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তা পুলিশকে জানিয়ে দেয়।

তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা বলছেন, আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আটক চারজন হলো- ব্রায়ান কোলানেরি (২০), এন্ড্যো ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমাইল (১৯) এবং ১৬ বয়সী এক স্কুলছাত্র (তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ)।

এদের মধ্যে একজন ২০১৭ সালে একটি মসজিদে আগ্নিসংয়োগের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)