দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ ঘাটতি সমন্বয় করার জন্য প্রতিষ্ঠানটিকে ৪ মাস সময় দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সংস্থাটির ৬৭৩তম কমিশন সভায় এ সময় দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী পরীক্ষান্তে সমন্বিত গ্রাহক হিসাবে ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। সমন্বিত গ্রাহক হিসাবের ঘাটতি পূরণেপ্রতিষ্ঠানটিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২০এ ধারায় ৪ মাস সময় দিয়েছে বিএসইসি।

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি সমন্বয় না হওয়া পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজকে শেয়ারহোল্ডার হিসাবে লভ্যাংশ প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি। এছাড়া আগামী ৪ মাসের মধ্যে উক্ত ঘাটতি সমন্বয় না হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ট্রেক হোল্ডারস মার্জিণ) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ৩ অনুযায়ী প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে বিএসইসি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)