দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারকে স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনা হয়েছে। তারপরেও বিডি অটোকারসের শেয়ারে মার্জিণ ঋণ বন্ধ থাকবে। ব্যবসায়িক তুলনায় শেয়ার দর অতিমূল্যায়িত অবস্থায় থাকায় কোম্পানিটির শেয়ারে মার্জিণ ঋণ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৩তম নিয়মিত সভায় কোম্পানি ২টিকে স্পট মার্কেট থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পট মার্কেটে থাকার কারনে বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারে মার্জিণ ঋণ বন্ধ ছিল। তবে স্পট প্রত্যাহার হলেও বিডি অটোকারসের মূল্য-আয় (পিই) অনুপাত ৪০ এর উপরে থাকায় কোম্পানিটির শেয়ারে মার্জিণ ঋণ বন্ধ থাকবে। বুধবার (২২ জানুয়ারি) লেনদেন শেষে বিডি অটোকারসের পিই ১৬১তে রয়েছে। অন্যদিকে লিগ্যাসি ফুটওয়্যারের পিই ৩০ হওয়ায়, শেয়ারটি মার্জিণযোগ্য।

উল্লেখ্য, গত ২ অক্টোবর কোম্পানি ২টিকে স্পট মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে আলোচিত কোম্পানিগুলোর লেনদেন গত ১৬ আগস্ট ৩০ দিনের জন্য স্থগিত করেছিল কমিশন। যা ১৯ আগস্ট থেকে কার্যকর ছিল। এবং ওই মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ সংস্থা এসব কোম্পানির লেনদেন স্থগিতের সময় ১৫ দিন বাড়ায়। আর ২ অক্টোবর বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়ারকে স্পটে স্থানান্তর করা হয়।

কোম্পানি ২টির শেয়ারে কৃত্রিম চাহিদার মাধ্যমে একটি চক্র শেয়ারগুলোর দর আকাশচুম্বি অবস্থায় নিয়ে যায়। যাতে কমিশন লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)