কিউই সফর
সাব্বির-তাসকিনের সঙ্গে নাঈম
দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বিপিএল শেষ করেই ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে ছুটতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে কিউই পরীক্ষা শুরু হবে টাইগারদের। নতুন বছরের প্রথম পরীক্ষাও বটে। ওই সিরিজের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
বুধবার ঘোষিত ওয়ানডে সিরিজের ওই দলে আছেন বিপিএলে এখন পর্যন্ত খারাপ করা সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেন তিনি। বিপিএলের ফর্ম তাই আমলে নেননি নির্বাচকরা। তবে টেস্ট সিরিজের দলে নেই সৌম্য। ওয়ানডে দলে ফিরেছেন ছয় মাসের নিষেধাজ্ঞায় থাকা সাব্বির রহমান। বিপিএলের এক ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বিপিএলে ভালো করা তাসকিন আহমেদ আছেন ওয়ানডে এবং টেস্ট সিরিজের দলে।
তবে ইমরুল কায়েস বাদ পড়েছেন বাংলাদেশের ওয়ানডে-টেস্ট দুই সিরিজের দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফর্ম যায়নি তার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেন তিনি। এছাড়া বাঁ-হাতি পেসার আবু হায়দার নেই ঘোষিত একাদশে। বাদ পড়েছেন আরিফুল হকও।
সাব্বিরের ছয় মাসের নিষেধাজ্ঞা অবশ্য এখনও শেষ হয়নি। তবে দলের প্রয়োজনে তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে একমাস। তাসকিন চলতি বিপিএলে দারুণ ফর্ম দেখিয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত অভিষেক হওয়া নাঈম হাসান ওয়ানডে দলে ডাক পেয়েছেন। টেস্ট দলে তো তিনি আছেনই।
বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মাশরাফি মর্তুজা, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাঈম হাসান।
বাংলাদেশের টেষ্ট দল: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ২৩,২০১৯)