সিলেটের বিপক্ষে খুলনার রান ১৭০
দ্য রিপোর্ট ডেস্ক : শুরুটা করলেন ব্রেন্ডন টেলর, শেষ দিকে ডেভিড উইজের ছোটখাটো ঝড়। তাতে সিলেট সিক্সার্সকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে তারা ৯ উইকেটে করেছে ১৭০ রান।
ব্রেন্ডন টেলর ও জুনায়েদ সিদ্দিকের ওপেনিং জুটিতে দারুণ শুরু করে খুলনা। দুজনের বাউন্ডারিসমৃদ্ধ ইনিংসে ৭৩ রান করে তারা। ২৩ বলে ৬ চারে ৩৮ রানে অলক কাপালির ফিরতি ক্যাচ হন জুনায়েদ। পরের ওভারে আল-আমিন বিদায় নিলে টেলরের সঙ্গে নাজমুল হোসেন শান্ত গড়েন ২৯ রানের জুটি।
তারপরই শুরু হয় খুলনার ব্যাটসম্যানদের যাওয়া আসা। বিশেষ করে কাপালির স্পিনে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন। ১৩তম ওভারে জোড়া আঘাতে টেলর ও আরিফুল হককে ফেরান সিলেটের অলরাউন্ডার। ৩১ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৮ রানে থামেন টেলর। আরিফুল রানের খাতা খুলতে পারেননি।
কাপালির পরের ওভারে মাহমুদউল্লাহ মাত্র ৩ রানে লিটন দাসের ক্যাচ হন। ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারানো খুলনাকে পথে ফেরান ডেভিড উইজ। ইয়াসির শাহকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন তিনি। তাসকিন আহমেদের বলে ইয়াসির ৮ রানে সাব্বির রহমানকে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। শেষ দিকে উইজের ২৫ বলে ৩৮ রানের ইনিংস খুলনাকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা পারফর্ম করেন কাপালি। ৪ ওভারে ২২ রান দিয়ে প্রথমবার কুড়ি ওভারের ক্রিকেটে ৪ উইকেট নেন তিনি। দুটি পান মোহাম্মদ নওয়াজ।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ২৩,২০১৯)