কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ
মাদারীপুর প্রতিনিধি : কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টা থেকে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। এ কারণে ছোটবড় সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪০০ যানবাহন।
বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের টিএস ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে দিকনির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হয়।
দুর্ঘটনা এড়াতে ভোররাত সাড়ে ৩টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। এ সময় ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়।
এছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ ছোটবড় সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪০০ যানবাহন।
পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ফেরিঘাটের টিএস ফিরোজ আলম।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)