মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) যুধিষ্ঠি বসুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) তার ভোরে বাড়ির পাশের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজৈর থানা সূত্রে জানা যায়, ভোরে বাড়ির কাছের এক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)