নেত্রকোণায় দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ওই কিশোরীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার কৈলাটি ইউনিয়নের রঙশিংপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, ১৯ জানুয়ারি (শনিবার) দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী ওই কিশোরীটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী পাইতপাড়া গ্রামের দিনমজুর সজল মিয়া (২৭)। এ সময় বাড়ির বাইরে থাকা কিশোরীর দাদী রাবিয়া খাতুন ঘরে ঢুকে বিষয়টি টের পেলে ধর্ষক সজল পালিয়ে যায়। সজল মিয়া পাইতপাড়া গ্রামের মৃত ইয়াদ ফকিরের ছেলে।
এ বিষয়ে কিশোরীর বাবা বলেন, আমি এক সময় দিনমজুরি করতাম। সজলও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করত। সেই সুবাদে সে আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। গত শনিবার দুপুরে আমরা কেউ বাড়িতে না থাকার সুযোগে সে আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে।
ধর্ষক সজলের আত্মীয়-স্বজন ও স্থানীয় মাতব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)