গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসচাপায় লাবিবা খানম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবা টুঙ্গিপাড়া উপজেলার সরাইডাঙ্গা গ্রামের আরিফ সিকদারের মেয়ে। এ ঘটনায় বাসটির চালক মো. সোহেল আকন্দকে (৩৫) আটক করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, বরিশাল জেলার হিজলা উপজেলার রাজলিয়া ইউপি সদস্য জামাল হোসেন তার সমর্থকদের নিয়ে দুটি বাসে করে টুঙ্গিপাড়ায় পিকনিক করতে আসেন। পিকনিক শেষে ফেরার পথে তাদের গাড়ি বহরের আজমী পরিবহনের একটি বাস (নং বরিশাল জ ১১-০১৩৮) বর্ষাপাড়ায় শিশু লাবিবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ মাঝবাড়িতে ব্যারিকেট দিয়ে চালকসহ বাসটিকে আটক করে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৪, ২০১৯)