ছুটির দিনেও কাজ চলছে বেনাপোল বন্দরে
যশোর প্রতিনিধি : টানা ৮৪ ঘণ্টা হরতালের আগে বেনাপোল স্থলবন্দরের পণ্য ও যানজট কমাতে বিরতিহীনভাবে লোড-আনলোডের কাজ করছেন শ্রমিকরা। বন্দর সড়কে রফতানি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সংখ্যা অনেকটা কমেছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর দিয়ে আমদানি-রফতানির কাজ চলছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু জানিয়েছেন, যেভাবে কাজ চলছে তাতে শনিবার রাতের মধ্যে বন্দরের যানজট পুরোপুরি নিরসন হবে বলে আশা করা যায়। তবে হরতালের কারণে রবিবার থেকে আবারও থেমে যাবে বন্দরের কার্যক্রম।
হরতালের ক্ষতি পোষাতে জাতীয় রাজস্ব বোর্ড আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে বন্দর ও কাস্টমস খোলা রাখার নির্দেশনা জারি করেছে।
(দিরিপোর্ট২৪/বিএমএফ/এমসি/এএস/নভেম্বর ০৯, ২০১৩)