দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদের ভোটগ্রহণ চলেছ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টায় ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

চলচ্চিত্র নির্মাতাদের সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন পরিষদের বিপরীতে লড়ছে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ।

এবার ১৯ পদের জন্য তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান ও বিএইচ নিশান।

এ ছাড়া আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম। এ বোর্ডের সদস্য হয়েছেন আবু মুসা দেবু ও আজিজুর রহমান।

মোট ভোটার সংখ্যা ৩৬২ জন। নির্বাচনে সভাপতি, মহাসচিবসহ মূল পদ ৯টি এবং নির্বাহী পরিষদের পদ ১০টি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৫, ২০১৯)