ব্রাজিলে খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলে আকরিক খনির বাঁধ ভেঙে নিহতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ৪৬ জনকে।
বার্তা সংস্থা থমসন রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরে ওই বাঁধ ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত খনিটির স্বত্ত্বাধিকারী ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ‘ভেল’।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। ঘটনার সময় তারা বাঁধসংশ্লিষ্ট ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৭, ২০১৯)