দ্য রিপোর্ট ডেস্ক: বহুল প্রতীক্ষার পর ধানমণ্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার)- এ চালু হলো স্টার সিনেপ্লেক্স। শনিবার (২৬ জানুয়ারি) জমকালো আয়োজনে সিনেপ্লেক্সটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, নায়ক শাকিব খান, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াতসহ অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, সোহানা সাবা, ভাবনা, নায়ক রোশান, শিমুল খানসহ অনেকে।

সীমান্ত সম্ভারের দশমতলায় এ সিনেপ্লেক্সটির রয়েছে তিনটি হল। আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকছে এখানে।

এ সময় দেবী ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, সিনেমা প্রযোজনা করতে গিয়ে সিনেমা হলের প্রযোজনীয়তা আরও বেশি করে অনুধাবন করেছি। আমাকে আশার আলো দেখালো নতুন এই সিনেপ্লেক্স।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ভালো চলচ্চিত্র প্রদর্শনের জন্য প্রয়োজন ভালো সিনেমা হল। নতুন স্টার সিনেপ্লেক্স সে অভাব কিছুটা পূরণ করলো।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৭, ২০১৯)