দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হল বাংলাদেশের বেলাল খান ও কলকাতার অন্বেষার গান।

‘বেঁচে থাকার জন্যে’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন বেলাল ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গত ২৬ জানুয়ারি ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ হয়।

ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেল হিসেবে আছেন মুশফির আর ফারহান ও পার্শা ইভানা।

নিজের নতুন গান প্রসঙ্গে বেলাল বলেন, ‘গানটির কথা সুন্দর। সুর, সঙ্গীত এবং গায়কীতে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি, অন্বেষাও দারুণ গেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৮, ২০১৯)