প্রেম করেছিলেন সারা?
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত অভিনেত্রী সারা আলী খান। 'কেদারনাথ' দিয়ে অভিষেক হলেও তার পরবর্তী ছবি 'সিম্বা' দিয়ে বাজিমাত করে সে। কিন্তু বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই তার ব্যাক্তিগত জীবন নিয়েও অনেক কথা রটছে।
কখনও কার্কিত আরিয়ান আবার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও সারার পছন্দের প্রসঙ্গও এসেছে। এখন প্রশ্ন হলো, সারার আসল প্রেমিক কে?
এনডিটিভি জানায়, সাইফ আলী কন্যা সারা আলী খান প্রেম করেছিলেন। তবে তিনি এই মুহূর্তে 'সিঙ্গেল'। কিন্তু এক সময় কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে সারা চুটিয়ে প্রেম করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে গোপন তথ্য শেয়ার করলেন সারা নিজেই।
তিনি জানান, 'একমাত্র বীরের সঙ্গেই আমি ডেট করেছিলাম। আমার জীবনে এখনও পর্যন্ত বীর ছাড়া অন্য কোনও বয়ফ্রেন্ড নেই।'
জানা যায়, ২০১৬ সালে বীর এবং সারার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসময় তারা আংটি বদলও করেছিলেন তবে সে সব নিয়ে মুখ খোলেননি এই স্টার কিড।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৯, ২০১৯)