ঝড় তুলেছে ‘লেডিস পান’ (ভিডিও)
দ্য রিপোর্ট ডেস্ক : লেডিস পানে মাতাচ্ছে বলিউড পর্দা। তবে এ পান সেবনের নয় শ্রবণের। সম্প্রতি ‘ফ্রড সইয়াঁ’ নামের এক বলি সিনেমায় একটি গান অবমুক্ত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পর রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এ গানটিরই শিরোনাম ‘লেডিস পান’। ছবির আইটেম সং এটি।
মমতা শর্মা ও শাহিদ মালিয়ার কণ্ঠে এই গানের সঙ্গে সিনেমায় উষ্ণতা ছড়িয়েছেন এলি আব্রাম, আরশদ ওয়ারসি ও সৌরভ শুক্ল।
এটি ওই সিনেমার প্রকাশিত দ্বিতীয় আইটেম সং। পান নিয়ে এর আগেও ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয় গান রয়েছে।
বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘খাইকে পান বানারাস ওয়ালা’র মতো কালজয়ী গান না হলেও ‘লেডিস পান’গানের চটকদার নৃত্য ও কোরিওগ্রাফ যে সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছে ইতিমধ্যে তা বোঝাই যাচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৯)