ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে: ড. কামাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। তারা জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেবেন।
তিনি বলেন, তাদের ঐক্যফ্রন্ট হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে। তিনি এই ঐক্যকে বিভিন্ন জায়গায় দেখেছেন। এই ঐক্য তাদের মধ্যে আছেই। এটা আরো সুদৃঢ় হবে। এ দেশের জনগণ ক্ষমতার মালিক, জনগণ জাতীয় সম্পদের মালিক, জনগনণআইনের শাসন চায়। তাদের মধ্যেও এই ঐক্য রয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ৩০,২০১৯)