পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে সিডিবিএল
দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যবর্তী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে সিডিবিএল অফিসের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন। অনুষ্ঠানে সিডিবিএলের পরিচালক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, সিডিবিএলের ভাইস-চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রফেসর এমএ হাশেম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী।
উল্লেখ, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে ড. এ কে আব্দুল মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশের একমাত্র সিডিএস সেবাদানকারী প্রতিষ্ঠান সিডিবিএলের অন্যতম উদ্যোক্তা (Sponsor)।
ড. এ কে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকার তার অর্থনৈতিক কূটনীতির দর্শনের প্রেক্ষিতে সফল কূটনীতিক, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ৩০,২০১৯)