ঘোষিত মুদ্রানীতির জন্য অভিনন্দন জানালো ডিএসই যে কারণে
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ২০১৯ অর্থবছরের (জানুয়ারি-জুন ২০১৯) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে৷ ঘোষিত মুদ্রানীতিতে কর্পোরেট খাতের অত্যধিক ব্যাংক নির্ভর মেয়াদি অর্থায়নকে মূলধন বাজারে বন্ড ইস্যু করে অর্থায়েনের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মেয়াদি অর্থায়ন আহরণের সরলতর ক্রাউড ফাইন্ডিং (crowdfunding) বিকল্প বিধিব্যবস্থা প্রণয়ন ও প্রবর্তনের গুরুত্বারোপকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বাংলাদেশ ব্যাংককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে৷ ডিএসই’র পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মূলধন বাজারের সূচকের গতিধারা এখন আন্তর্জাতিক বাজারের এমএসসিআই ইমারিজং মার্কেটস (MSCI Emerging Markets) সূচকের গতিধারার সাথে বহুলাংশে সামঞ্জস্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যা মূলধন বাজারে বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) অন্তঃপ্রবাহ বৃদ্ধি সুগম করে মূলধন বাজারের গতিশীলতা বৃদ্ধি করবে।
ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই আশাবাদের সাথে ডিএসই একমত পোষণ করে পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও ডিএসই একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন৷ ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের এই সমর্থন পুঁজিবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়৷
পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে সারা বিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বলিষ্ঠ ভূমিকা থাকে, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের সে ধরণের ভূমিকাই রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে৷ এই মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকে প্রাধান্য দেয়ার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানায়৷
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ৩০,২০১৯)