রাজধানীতে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে বাসচাপায় রফিকুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ফার্স্ট লাইন সিকিউরিটি সংস্থার নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে কাজ শেষে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন রফিকুল। নতুনবাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রফিকুল।
এ ঘটনা পর ঘাতক বাস চালককে আটক করা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/জনুয়ারি ৩১, ২০১৯)