মানিকগঞ্জে প্রতিনিধি : সৌদি আরবে আনোয়ার হোসেন (৪২) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৩০ জানুয়ারি) আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সৌদি পুলিশ।

নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। পেশায় তিনি চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে সৌদি পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথাছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জনুয়ারি ৩১, ২০১৯)