কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় একটি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে জানা গেলেও নাম পরিচয় পাওয়া যায়নি।

তুলাতলী হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী বাঁশভর্তি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি খালি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জনুয়ারি ৩১, ২০১৯)