প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পুনঃনিয়োগ পেলেন খোকন
![](https://bangla.thereport24.com/article_images/2019/02/01/image-60902-1548995696.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: আবারো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম খোকন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। তাতে বলা হয়েছে, আশরাফুল আলম আগের চুক্তির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে কর্মরত থাকবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির সিনিয়র প্রশিক্ষক এবং বর্তমানে প্রেষণে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মরত শাখাওয়াত মুন, এখন থেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আশরাফুল আলম খোকন ও শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০১, ২০১৯)