লাশের গলায় 'ধর্ষকের পরিণতি ইহাই' লেখা চিরকুট
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে রাকিব নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া থানার এক স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
রাজাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মঈদুদ্দিন জানান, দুপুরে রাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের বুকে একটি কাগজের চিরকুটে লেখা রয়েছে ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার (মেয়েটির নাম দেয়া হলো না) ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’
তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত শনিবার ঝালকাঠির কাঁঠালিয়ায় সজল জোমাদ্দার (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশের গলায় সুতা দিয়ে ঝোলানো একটি চিরকুটে লেখা ছিল, ‘তার নাম সজল। মাদ্রাসাছাত্রী (নাম দেয়া হলো না) ধর্ষণ করেছে এ কারণে তার এই পরিণতি।’
(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০১, ২০১৯)